আমিরুল ইসলাম কবিরঃ
দুষ্টুমী করায় শাসনের চর দেয়ার খেসারত হিসেবে ছাত্রের হাতে পিটুনির শিকার হলেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চ বিদ্যালয়ে। এর আগে গত মঙ্গলবার দুষ্টমী করায় সেলিম মিয়া নামে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তিনি একটি চর মারেন।
শিক্ষক আব্দুল লতিফ আকন্দ জানান,আমি বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই এবং সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের উপর তলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেনির ছাত্র সেলিম পিছন থেকে আমাকে লাঠি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। ওই ছাত্রের পিতা এমদাদুল হক জানান,এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ গত মঙ্গলবার স্কুলে সেলিমকে চরসহ মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কান্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত। ছেলেকে শাসন না করে এবং তাকে জিঘাংসামূলক মনোভাবাপন্ন করে উসকে দিচ্ছেন বলে দায় এড়িয়ে যান এই পিতা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,শুধু তাই নয়,আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ ভয় আতংক বিরাজ করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান। এ ব্যাপারে সচেতন অভিজ্ঞমহল সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ হস্তক্ষেপ কামনা করেছেন।।