ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এর আরেকটি উপশাখা সন্দ্বীপ উপজেলার গুপ্তচরা বাজার উদ্বোধন করা হয়েছে।
আজ ২০ জুন ২০২৩, সকাল ১১ টায় গুপ্তচরা বাজারের রেজিয়া ভবনের ২য় তলায় ফিতা কেটে এটি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. সন্দ্বীপ শাখার এক্সিকিউটিভ মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ফিতা কেটে উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন।
ব্যাংকের সিনিয়র অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. নাজির হাট শাখার এক্সিকিউটিভ শিল্পী ইবনে গোফরান খান।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গুপ্তচরা বাজার উপ-শাখার ইনচার্জ মোঃ মোছাদ্দেকুল মাওলা।
সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী ম্যানেজার কবি কাজী শামসুল আহসান খোকন ও গুপ্তচরা বাজার ব্যাবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কাদের।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. সন্দ্বীপ শাখার জুনিয়র অফিসার মুহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মোঃ মহিউদ্দিন, সোবহান মনির, মোস্তফা হায়দার, সাজ্জাদ হোসাইন, জয়নাল আবেদীন, গুপ্তচরা বাজারের প্রতিষ্ঠাতা মাস্টার শামসুল হক চেয়ারম্যানের পুত্র মাইনউদ্দীন ইকবাল, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমন, সোহরাব হোসেন, মোঃ ফরহাদ উদ্দিন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা কাজী মোঃ নিজাম উদ্দিন।