বিনোদন প্রতিনিধি
স্টেজ শো’র মৌসুমে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বৃষ্টি দে । স্টেজ শো’র পাশাপাশি টিভি শো ও নতুন নতুন মৌলিক গান প্রকাশ হচ্ছে।
বৃষ্টি দে বলেন, এই সময়ে স্টেজ শো নিয়ে বেশ ভালো সময় যাচ্ছে। কিন্তু এখন মোটামুটি সবাই স্টেজ শো করছেন। আমিও এরইমধ্যে ঢাকায়, ঢাকার বাইরে বেশ কিছু শোতে পারফর্ম করেছি। গানে গানে মুগ্ধ করার চেষ্টা করেছি শ্রোতা দর্শককে।
তিনি আরো বলেন, আমরা যারা গানকে পেশা হিসেবে নিয়েছি, তারা এই স্টেজ শোয়ের মৌসুমটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। আর একজন শিল্পী হিসেবে আমার ভক্ত শ্রোতাদের জন্য নতুন নতুন গান প্রকাশ করারও একটা দায়িত্ব থেকে যায়। দায়িত্বের জায়গা থেকেই আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন গান উপহার দিতে। এরই মধ্যে কয়েকটি নতুন গান প্রকাশিত হয়েছে, কিছু নতুন গান দ্রুত প্রকাশ পাবে। সবগুলো গান নিয়েই আমি আশাবাদী।