পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “অন্তর মম বিকশিত করো” শিরোনামে প্রত্যয়ের সংগীত বিভাগের ৪ জন শিশু শিল্পীর একক সংগীত সন্ধ্যা। ১৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ২য় পর্বে একক সংগীত পরিবেশন করেন মৃত্তিকা বড়ুয়া, প্রজ্ঞা দে, স্বস্তিকা নন্দী, শ্রেষ্ঠা দে। তবলায় সহযোগিতা করেন একাডেমির তবলার প্রশিক্ষক নিতাই পদ নাথ। তাদের পরিবেশনার মধ্যে ছিল, তুমি রবে নীরবে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, জাগরণে যায় বিভাবরী, পলাশ ডাকা কৌকিল ডাকা, দূর দীপ বাসিনী, শুকনো পাতার নুপুর পায়ে, সাত ভাই চম্পা, রঙিলা বাঁশিতে কে ডাকে, শোন একটি মুজিব সহ ২০টি গান।
প্রত্যয়ের সিনিয়র সদস্য আবদুল আল মোমেন এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিশেবে বক্তব্য রাখেন সংগীতশিল্পী ও গীতিকার সত্যজিৎ দাশ কাঞ্চন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজিস্ট প্রফেসর ডা. মনোয়ারুল করিম বাবর, মুছা নূর চেমন স্বাস্থ্যসেবা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. তাসলিম চৌধুরী, আবৃত্তি শিল্পী মাঈনুল আজম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৪ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় অন্তর মম বিকশিত করো শিরোনামে বিশেষ অনুষ্ঠান। সংগীতশিল্পী ও গীতিকার সত্যজিৎ দাশ কাঞ্চন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চা কোন বিকল্প নাই। সংগীত সাধনার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। পরে আরো গান গেয়ে শোনান গীতিকার সত্যজিৎ দাশ কাঞ্চন, শিবু মল্লিক, মনিষা দে, মোরশেদুল আলম। সমবেত সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।