মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী (রাউজান প্রতিনিধি)
গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান সরকারি কলেজ শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন ১৭ মার্চ ২০২৩ ইংরেজি শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকা হতে রাউজান কলেজ সাজেদা কবির চৌধুরী অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মুহাম্মদ নিয়াজুর রহমান সাবিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার সম্মানিত মেয়র জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধকের বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি বি.এম জসিম উদ্দিন হিরু।
বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, উপজেলা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম.এ মতিন, সুলতানপুর উত্তর শাখার সভাপতি মাওলানা শওকত হোসাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ও কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপস্থিত সকল ডেলিকেটদের মতামতের ভিত্তিতে মুহাম্মদ মনির উদ্দিন কে সভাপতি, মুহাম্মদ শরীফুল আলম মাইনুল সাধারণ সম্পাদক ও ইফতেখার হোসেন ইফতিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহবায়ক সাইফুল ইসলাম নেজামী, মাসুকুল ইসলাম, সাবরিয়াতুল ইসলাম, মেহেদী হাসান আরমান,বোরহান উদ্দিন, রাকিব জাহাঙ্গীর, আবু হানিফ, লোকমান হাকিম, রবিউল হোসেন, শাহরিয়ার হাসান ইভান, আজাদ হোসেন, রবিউল, মিজানুর রহমান, মনির উদ্দিন, শাহাদাত হোসেন, আশরাফ রিয়াদ,আফতাব মাহিন মুশফিকুর রহমান,হামিদ রেজা, সাদেক হোসেন জিসান,সাহেদ, হামিম, রাহাত, সিরাজ ও রিয়াদ প্রমূখ।