ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
গাউসিয়া কমিটি বাংলাদেশ চরখিজিরপুর কালিধরের পুল শাখার উদ্যোগে মাসিক দাওয়াতে খায়র ও গাউসিয়া খতম আগামীকাল ১৯ মে জু’মা বার বাদে মাগরিব ফকির মুহম্মদ তালুকদার জামে মসজিদে মুহাম্মদ মুক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে এস.এস.সি , এইচএসসি পরীক্ষার্থী সহ সকল মুসলিম উম্মাহ’র জন্য বিশেষ দোয়া হবে। উক্ত আজিমুশশান মাহফিলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ সাকিব ও সিঃ সহ সভাপতি সৈয়দ মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুম কার্যকরি পরিষদের সম্পাদক ও নির্বাহি সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার ও গাউসিয়া কমিটির সকল শুভাকাংখীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।