1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক সন্তান জন্মের প্রায় দুইমাস পর তথ্য গোপন করে মাতৃত্ব ছুটি নেওয়ার অভিযোগ প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে ঢাকায় আল্লামা সেহাবউদ্দীন খালেদ (রহঃ)-এর স্মরণে কনফারেন্স ১৯ এপ্রিল বর্ষবরণে পটিয়ার হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের বর্ণাঢ্য আয়োজন সৈয়দপুর বহুমূখী উচ্চ  বিদ্যালয়ের সভাপতি মোরর্শেদুল আলম নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজগর  বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বোয়ালখালীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন বৈশাখ উৎসবকে ঘিরেই লোকজ মেলায় বোয়ালখালী প্রেস ক্লাবের আয়োজন  ‘পান্তা উৎসব’

গাইবান্ধার সাঘাটায় শ্রীধাম নামে এক মাছ ব্যবস্যায়ী খুন,প্রতিবাদে সড়ক অবরোধ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শ্রীধাম নামে এক মাছ ব্যবস্যায়ীকে পিটিয়ে হত্যা করেছে। ২৪শে অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটেছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা এ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ২৫শে অক্টোবর শুক্রবার দুপুরে গাইবান্ধা~সাঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান,বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও সাবেক ইজারাদার রফিকুল ইসলাম,তেলিয়ান মৌজায় ছাটকালপানি মাঝি পাড়ার নামে ইজাকৃত বিল জোড়পুর্বক দখল করে বিলের পাশে মাঝিপাড়া মন্দির থেকে বিদুতের লাইন নেন। এই লাইন নেয়ার পরে কয়েক মাসে ২৪ হাজার টাকা বিল বকেয়া হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মন্দির অন্ধকার থাকায় মন্দির কমিটি গত ২৪শে অক্টোবর বৃহস্পতিবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আবারো বিদ্যুৎ সংযোগ নেন। সংযোগ নেয়ার বিষয়টি জানার পরে সেদিন দুপুর থেকেই এই মিটার থেকে মাছ চাষ প্রকল্পে বিদ্যুতের লাইন নেয়ার চেষ্টা করেন বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও সাবেক ইজারাদার রফিকুল ইসলাম। এই বিদ্যুতের লাইন দিতে অসম্মতি জানান স্থাণীয় মন্দিরের সদস্য ও মাছ ব্যবসায়ী শ্রীধাম। পরে সেই দিন রাত সাড়ে ১০ টার দিকে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া,এরশাদ মিয়া,রফিকুল ইসলাম ও আবুল কালাম সহ তাদের ৪/৫ জন সহযোগীকে নিয়ে শ্রীধামকে মারপিট করে ও মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করে। এ ঘটনায় আহত শ্রীধামকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা সাংবাদিকদের জানান,বৈদ্যুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনা তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোফাররফ হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান,আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট