1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর মাতা’র ইন্তেকাল সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায় বক্তারা পটিয়ায় জমি বিরোধে যুবককে মারধরের অভিযোগ পুলিশ সদস্য সম্পৃক্ততার দাবি, আদালতে মামলা বিচারাধীন রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ১৪ আসনে বিএনপি’র প্রার্থী জসীম উদ্দীন আহমেদ’র প্রধান সমন্বয়কারী এম.এ. হাশেম রাজু চন্দনাইশে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল সিএমপি’তে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির  এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ মিনিটেই ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি বেতাগী আনজুমানে রহমানিয়ার আর্ন্তজাতিক মানের শিক্ষক প্রশিক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় দরিদ্র পরিবারের চতুর্থ শ্রেণীর ছা‌ত্রের হার্টে ফুটো, শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপু‌রে অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনছুর আলীর নাতি ৪র্থ শ্রেণীর ছাত্রের চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ১৪ বছরের শিশু তা‌সি‌ন।

শিশুটি সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড়‌ গোপালপুর গ্রামের ভ‌্যান চালক দরিদ্র বাবা হিরু মিয়া ও মা লাইজু বেগমের তিন ছেলেমেয়ের মধ্যে অসুস্থ তাসিন দ্বিতীয় ছেলে। তার চিকিৎসায় আট লক্ষাধীক টাকার প্রয়োজন। কিন্তু পরিবার অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় তাদের পক্ষে এ বিশাল ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে প্রকাশ,ঢাকা জাতীয় হৃদ‌রোগ ইন্স‌টি‌টউি‌ট ও হাসপাতালের চি‌কিৎসক শিশুটির হার্টে জন্মগত ছিদ্র বা ফুটো রয়েছে বলে জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন।

স্থানীয়রা জানান,সময় যাচ্ছে এবং হার্টের ছিদ্র/ফুটোর আকারে বড় হচ্ছে। তাই দ্রুত অপারেশন না করালে ধীরে ধীরে শিশুটি নিস্তেজ হয়ে যেকোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এ অপারেশনের জন্য ৮ লক্ষাধীক টাকার প্রয়োজন হবে। তা‌সিনের দরিদ্র বাবা হিরু মিয়ার পক্ষে কোনো ক্রমেই এতোগুলো টাকা জোগাড় করে ছেলের অপারেশন করানো সম্ভব নয়। তাই তার বাবা-মা ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান,দানশীল ও সরকারের সহযোগীতা কামনা করেছেন।

তা‌সিনের বাবা বলেন,চোখের সামনে ছেলের কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। নিয়মিত ওষুধ না খাওয়ালেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে শরীর নীল বর্ণ ধারণ করে। সারারাত একটুকুও ঘুমায় না। কিছু খেতে চায় না। চিকিৎসক জানিয়েছেন,তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। অপারেশন করতে আট লাখ টাকা লাগবে।

স্থানীয় সাবেক ইউ‌পি সদস‌্য মোখলেছ মিয়া ব‌লেন,শিশুটির পরিবার একেবারেই গরীব। তাদের কোনো জমিজমা নেই এবং তারা থাকেন অন্যের জায়গায়। আট লাখ টাকা খরচ করে তাদের পক্ষে অপারেশন করা সম্ভব নয়।

প্রতি‌বে‌শী রুনু বেগম বলেন,শিশুটি আমার প্রতি‌বে‌শী। তার বাবা ভ‌্যান চা‌লি‌য়ে কোনোমতে সংসার চালান। ছে‌লের হার্টের অপারেশন করতে আট/নয় লাখ টাকা লাগবে এত টাকা যোগার করা তা‌দের প‌ক্ষে সম্ভব নয়।

প্রতি‌বে‌শী খাজা মিয়া ব‌লেন, সরকারসহ বিত্তবানরা ও সমাজের সচ্ছল,স্ব হৃদয়বান ব্যক্তিরা যদি এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় তবেই তার জীবনটা বেঁচে যেত। সরকারের কাছে দাবী থাকবে এই অসহায় শিশুটির পাশে যেন সবাই সহযোগিতায় এগিয়ে আসেন।

শিশু‌টির দাদী আয়শা বেওয়া ব‌লেন,সমাজের সচ্ছল,স্ব হৃদয়বান ব্যক্তিদের সহোযোগিতায় হতে পারে শিশু তা‌সিনের চিকিৎসা। যদি কেউ তা‌সিনের চিকিৎসার সাহায্যে এগিয়ে আসেন,দয়া করে নিচে উল্লেখ্য মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন তাসিনের পরিবার।
বিকাশ ও নগদ মোবাইল ফোন নং 01315~104785 ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট