বরিশাল ব্যুরো।
পটুয়াখালী জেলার গলাচিপার ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল মেম্বারের বিরুদ্ধে বিডব্লিউবি (সাবেক ভিজিডি)’র চাল সুুুুবিধাভুগীদের মাঝে বিতরন কালে তাদের থেকে অনৈতিক ভাবে উৎকোচ নেয়ার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগে ফাঁস হয়েছে।
সূত্রে জানা গেছে,ডাকুয়া ইউনিয়ন পরিষদ থেকে গত ৭সেপ্টেম্বর বৃহস্পতিবার সুুুুবিধাভুগীদের মাঝে মাথাপিছু ৩০ কেজির একটি করে চালের বস্তা বিতরন করা হয়।এসময় জনপ্রতি হারে তাদের কাছ থেকে ১০০ টাকা করে ৮ নংওয়ার্ডের ইউপি সদস্য হাতিয়ে নেয় বলে জানা যায়।সুবিধাভোগীদের কাছ থেকে উক্ত ইউপির সদস্যর উৎকোচের টাকা তুলে নেওয়ার ভিডিও ক্লিপ গনমাধ্যমের প্রতিনিধিদের হাতে এসে পড়ায় তা অনেকের কাছে সংরক্ষিত হয়ে পড়েছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা গেছে ইউপি সদস্য উজ্জ্বল মেম্বার সুবিধাভোগীদের কাছ থেকে টাকা উত্তোলন করছে। পাশেই সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সহ অন্যান্য লোকজন টাকা নেয়ার ব্যাপারে জিজ্ঞেস করছেন। এসময় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার খাঁন ও সুবিধাভোগীদের কাছ থেকে টাকা উত্তোলন করছে। এবং তারা বলছেন ১০০ নয় ৫০০ করে টাকা নেবো তাতে কার কি? এটা পরিষদের মা বাপ চেয়ারম্যানের অডার। এক পর্যায়ে মেম্বার উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে নারী সদস্যকে অসামাজিক আচরণ করে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়।
এবিষয় ডাকুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ উজ্জল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরিং খরচের জন্য ২০ টাকা করে উঠাতে বলছেন। এই টাকা এর আগে চৌকিদার দফাদার তুলতো। এখন মেম্বারেরা তোলেন সকল মেম্বারই টাকা উঠাইছে। এনিয়ে অন্য এক মেম্বারের সাথে কথা কাটাকাটি হয়েছে।তিনি আরও বলেন, ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তাদের উচ্চ বড় বংশ,গলাচিপার সকল চেয়ারম্যান-মেম্বরা তার বিষয়ে জানেন।গলাচিপার সাবেক ছাত্র লীগের সাধারন সম্পাদক সোহাগ ফুফাতো ভাই,জেলা পরিষদ চেয়ারম্যান তাকে ভালো করে চেনেন বলে ফোন কল কেটে দেয়।
এ ব্যাপারে ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন,এটা নিয়ে উজ্জল মেম্বারের সাথে কথা বলেন বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।