বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মোছাম্মৎ ইসপা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে পশ্চিম গোমদণ্ডী ৭নং ওয়ার্ডের চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইসপা ওই এলাকার মোহাম্মদ আলমগীরের কন্যা।
ইসপার চাচা মো. হারুন জানান, বিকেলে ইসপা খেলার সময় হঠাৎ বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.সুতপা দত্ত বলেন, ইসপা নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে।