বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে খেলার মাঠে রান গণনা নিয়ে সিনিয়র জুনিয়রদের মারামারিতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজ মাঠে ক্রিকেট খেলার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো.ফয়সাল (১৭), অনার্স দ্বিতীয় বর্ষের মো.সাকিব (২৩) ও অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২৩)। এর মধ্যে দুই শিক্ষার্থী উপজেলা হাসপাতালে ও শিক্ষার্থী রায়হান স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কলেজের ইনকোর্স পরীক্ষা শেষে সিনিয়র-জুনিয়রে ভাগ হয়ে ক্রিকেট খেলছিলো শিক্ষার্থীরা। ৭ ওভারের এ খেলায় জুনিয়ররা ৮৪ রানের টার্গেট দেয় সিনিয়রদের। সিনিয়ররা ৫ ওভার ৫ বলে ৭০ রান গুণলেও জুনিয়ররা তা ৬৮ রান হবে বলে প্রতিবাদ করে। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা জানান, আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত শিক্ষার্থী ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।