স্টাফ রিপোর্টারঃ
প্রথম আলোর সাংবাদিক একটি বাচ্চা ছেলেকে দিয়ে স্বাধীনতার বিরুদ্বে কাজ করেছে এবং এই শিশুটিকে ভুল তথ্য শিখিয়েছে, যা সে ছেলেটাকে দিয়ে বলিয়েছে
এতে আমাদের সাংবাদিকদের চরম ভাবে সমাজ ও রাষ্ট্রের কাছে প্রশ্নবিদ্ধ করেছে।
যা আমাদের জন্য লজ্জাজনক।
সাংবাদিকরা সততা ও স্বচ্ছতা বজায় না রেখে ইচ্ছে মত ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করে রাষ্ট্রের ক্ষতি করবে এটা মোটেও কাম্য নয়। এদিকে
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য একটি কালো আইন। এভাবে সাংবাদিদের নামে মামলা করলে সরকারের জন্য ক্ষতিকর হতে পারে।
আমি সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানী করার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।