ক্রিস্টাল ভিশন সলিউশনস প্রতিবছরের মতো এবারও তাদের তিনশ’র বেশি কর্পোরেট কাস্টমারদের সঙ্গে নিয়ে কেক কেটে ইংরেজী নতুন বছর উদযাপন করেছে। বিদায়ী 2024 সালের 25 ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির নতুন বছর উদ্যাপনের এ ধারা এখনো অব্যাহত আছে।
জানা যায়, ক্রিস্টাল ভিশন সলিউশনস এর কাস্টমারদের মধ্যে রয়েছে কর্পোরেট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, সরকারী- বেসরকাররি ও অন্যান্য ব্যবসাীয়ক প্রতিষ্ঠান। এসব কাস্টমারদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কেক ও উপহার সামগ্রি বিতরণ অব্যাহত রেখেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নতুন বছরে তাদের ব্যবসায়িক পার্টনারদের সফলতা কামনা করে জানান ক্রিস্টাল ভিশন সলিউশনস সব ধরণে আইটি ইকুইপমেন্টস সরবরাহ ও আইটি সলিউশস প্রদান করে থাকে ।