ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
ক্রিও এক্স অনূর্ধ্ব ১৬ টুণামেন্ট। গত ১৮ আগস্ট রোজ শুক্রবার নগরীর ভেলোসিটি ট্রাফ মাঠে সংগঠনের সভাপতি মোঃ সিহাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাদী ফাউন্ডেশন’র চেয়ারম্যান সৈয়দ মোরশেদ উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজী মোঃ আলম ববি। বিশেষ অতিথি ছিলেন পূর্বাশার আলো’র প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক। পূর্বাশার আলো’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার। শাহরিয়ার জয় ,মোহাম্মদ সোহেলসাব্বির ,আবদুল্লাহ বিন রিদুওয়ান,আবদুল জলিল,সাকিব আল হাসান,এহসানুল,জাইন, আসিফ, সাদ্দাম,তানভির ,সাইমুন ও প্রমুখ ….
ফাইনাল খেলায় ক্রিও এক্সকে ২ -০ গোলে হারিয়ে টেন টিডি চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হাজী মোঃআলম ববি
বলেন,তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে এনে সুন্দর আগামী বির্নিমান করতে হবে। আজকে মাঠের অভাবে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে তরুণরা অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে
তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করে তাদের শরীর ও মেধার বিকাশ ঘটাতে হবে।
উদ্বোধক ইন্জিনিয়ার সৈয়দ মোরশেদ বলেন, শিশু কিশোরদের মানসিক ও শারিরীক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করতে অভিবাবক ও সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।