বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে তৃতীয় ধাপের অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনি মালামাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ হল রুম থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে মালামাল তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মঈনুল হক।
এ উপজেলার ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৫৯৬ জন, মহিলা ভোটার ৯৯ হাজার ৭৬৪ জন। চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ডীতা করছেন।
নির্বাচন শান্তিপূন করতে ১২ জন ম্যাজিষ্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি সহ পর্যাপ্ত পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।