জেলা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেত্রী নুসরাত জাহান দোলনাকে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ফুলবাড়ী থানার একটি দল তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
নুসরাত জাহান দোলনা ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত ছিলেন।
পুলিশের তথ্যমতে, সাম্প্রতিক অভিযানের মুখে আত্মগোপনে থাকা দোলনা গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়িতে চলে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।