বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা।
এসময় কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে শামসুল হুদা চৌধুরীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও হিমাদ্রি খীসা বলেন, বোয়ালখালীতে কতিপয় অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছে, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। কৃষি জমি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।