1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

জাহিদ খান,জেলা প্রতিনিধিঃ

বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে আজ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বেসরকারি সহকারী শিক্ষক সমিতির ব্যানারে সারা দেশের ন্যায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে হামলার নিন্দা জানান।

গত ২৫ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে, এতে দুইজন শিক্ষক আহত হন। এই ঘটনাকে অমানবিক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষকরা দাবি করছেন, সরকারি শিক্ষকদের মতো তারাও ন্যায্য সুবিধা পাওয়ার অধিকারী, কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

আজ (২৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেসরকারি শিক্ষকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন নাগেশ্বরী উপজেলা বেসরকারি সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম খান। তিনি বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ তারা রাস্তায় নেমে ন্যায্য অধিকার চাইতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন। এটি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক।”

সংগঠনের সদস্য সচিব ওমর ফারুক শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক নীতি বাতিলের দাবি জানিয়ে বলেন, “এই আন্দোলন চলবে যতক্ষণ না শিক্ষকরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার পান।”

বিক্ষোভে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরাও। ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, “শিক্ষকদের প্রতি সহিংসতা বন্ধ করে শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান ও ডায়নার পার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, “যদি শিক্ষকদের দাবিগুলো যথাযথভাবে পূরণ না করা হয়, তবে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচি সঞ্চালনা করেন গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খায়রুল ইসলাম।

এদিনের কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হক দুদু, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক ও আবু তালেবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত তাদের দাবি পূরণ না হলে তারা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট