1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মতবিনিময় সভায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ পীরে ত্বরিকত হযরত শাহ্সুফি মাওলানা সৈয়্যদ আরাফাতুল হক হাফেজ নগরী মাইজভান্ডারী’র ২তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন “পরিবারের চার ভাই সকলেই হলেন সিআইপি” প্রবাসে সবজি চাষে পটিয়ার  নাজিম উদ্দিনের সফলতা।  -আলমগীর আলম। কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ

কুড়িগ্রামে নিয়োগ জালিয়াতি: কামাত আঙ্গারিয়া মাদ্রাসার সুপার গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিয়োগ জালিয়াতির মামলায় কামাত আঙ্গারিয়া মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী ও মামলার নথি অনুযায়ী, সুপার সাইদুর রহমান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ জালিয়াতিতে জড়িত ছিলেন।

তিনি ২২ বছর ধরে কর্মরত অফিস সহকারী সফিয়ার রহমানকে এবতেদায়ী জুনিয়র শিক্ষক হিসেবে দেখিয়ে গত আগস্ট/২৪ মাসে নতুন করে এমপিওভুক্ত করেন। অথচ সফিয়ার রহমান ২০০২ সালে (ইনডেক্স: ২৬৯২৩৩২) অফিস সহকারী পদে যোগদান করেন এবং ২০১৪ সালের জুলাই মাসে উচ্চতর স্কেল লাভ করেন।

এছাড়া, অফিস সহকারী পদ শূন্য দেখিয়ে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে খালেদুজ্জামানকে (ইনডেক্স: গ০০৫৪১৮০) ঐ পদে নিয়োগ দেন, যার এমপিওভুক্তির তারিখ মার্চ/২৪। তবে তার বয়স ৪৬ বছর পেরিয়ে গেছে, যা এমপিওভুক্তির নিয়ম লঙ্ঘন করে।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর সুপার সাইদুর রহমান তার আপন ভাতিজা মোস্তাফিজুর রহমানকে সহকারী মৌলভী হিসেবে নিয়োগ দেন। অথচ নিয়োগ বিধিমালা অনুযায়ী নিবন্ধন সনদ বাধ্যতামূলক হলেও তার কোনো সনদ ছিল না। সুপার অন্য একজনের নিবন্ধন সনদ সংগ্রহ করে মোস্তাফিজুর রহমানকে বিপুল অর্থের বিনিময়ে ০১/০৩/২০১৮ তারিখে এমপিওভুক্ত করেন (ইনডেক্স: ঘ২১২১৭৮৩)।

ভুক্তভোগীরা এসব অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তবে যথাযথ প্রতিকার না পাওয়ায় সফিয়ার রহমান কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে সুপার সাইদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে ভূরুঙ্গামারী থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। এরপর, সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ সুপার সাইদুর রহমানকে আটক করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ সুপার সাইদুর রহমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়মের আরেকটি চিত্র ফুটে উঠেছে। নিয়োগ জালিয়াতির মাধ্যমে কীভাবে অযোগ্য ব্যক্তিদের এমপিওভুক্ত করা হয়, তা এই ঘটনায় পরিষ্কার। মামলার পরবর্তী কার্যক্রম কী হয়, তা নিয়ে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের দৃষ্টি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট