বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ৫ জন।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত একই পরিবারের মা-ছেলে, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।এতে একজন স্কুলের শিক্ষিকা রয়েছে।
তাদের বেশিরভাগই পূর্ব গোমদন্ডী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, পূর্ব গোমদন্ডী আদর্শ সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজী আক্তার (৪২), কুতুবদিয়ার আবছারুল ইসলাম (২৮) পূর্ব গোমদন্ডীর টিংকু চৌধুরী (৬২), উৎপল ধর (৩৮), তার মা নিয়তি ধর (৬০)।
কুকুরের কামড়ে আহত পূর্ব গোমদন্ডী আদর্শ সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষিক রোজী আক্তার বলেন, রবিবার দুপুরে দেড় টার দিকে বিদ্যালয় থেকে হেঁটে বাসায় ঢুকার সময় হঠাৎ একটি কুকুর এসে বাম হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। হাতের মাংস ছিঁড়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. পুশন বলেন, ‘দুপুর থেকে পূর্ব গোমদন্ডীর আশপাশের এলাকায় কুকুরের কামড়ের শিকার হয়ে ৫জন চিকিৎসা নিতে এসেছে। দফায় দফায় কুকুরের কামড়ে আহত রোগী দেখে হতবাক হয়েছি।
তিনি বলেন, ‘সবাইকে ইনজেকশন দেওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। এতে টিংকু চৌধুরী নামে বৃদ্ধকে মুখে কামড়িয়ে গুরুতর আহত করেছে পাগলা কুকুর। প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ, ৭ দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়েছে।