বোয়ালখালী প্রতিনিধি:
কুরিয়ার সাথে সরকারের চুক্তি হয়েছে। নতুন প্রকল্প শুরু হবে কালুরঘাট সেতু সহ সংযোগ সড়ক ও রেল সড়কের। প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে আছে। অন্তরর্তী সরকার পরবর্তী যেকোনো এক নেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে। সংস্কারাধীন কালুরঘাট সেতু পরিদর্শন শেষে এসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কালুরঘাট সেতু পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন প্রকল্পটি অক্টোবরে অনুমোদন পেলে আগামী বছর শুরুর দিকে নতুন কালুরঘাট সেতুর কাজ শুরু হয়ে দুই হাজার ত্রিশ সাল নাগাদ শেষ হবে।
আবদুল বাকি বলেন সংস্কারাধীন কালুরঘাট সেতু এক মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খিসা,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার সহ আরো অনেকে।