চন্দনাইশ প্রতিনিধি:
এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, কোর্টে বিচার নেই, প্রশাসনের সুশাসন নেই, ব্যাংকে টাকা নেই, দেশকে লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা। প্রশাসন যেভাবে কাজ করার কথা করছে না। ২০১৮ ও ২০২৪ সালে যারা ভোট চুরি করেছে তাদের বিচার করতে হবে। জনগণের উপকারের জন্য আইন তৈরি করতে হবে। বিএনপির কিছু কিছু কাজ পছন্দ না হওয়ায় নিজের প্রতিষ্ঠিত দল থেকে বেড়িয়ে এলডিপি গঠন করতে হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের সবক’টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছে। আপনাদের সবাইকে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দেশে সুশাসন কায়েম করতে হবে। গত ২১ ফেব্রুয়ারি রাতে কালিয়াইশ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেছেন তিনি।
এলডিপি নেতা হোসেন উদ্দীন আহমদ ভুট্টোর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, আকতার আলম, আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, আনিসুর রহমান সিকদার, জসীম উদ্দীন, আব্দুল জব্বার মানিক, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা এলডিপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রমূখ।