বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া সড়কের হাজীর হাটে বাতাসে একটি তুলাগাছ উপড়ে পড়ে সড়কের যান চলাচল ব্যাহত হয়। গাছটির সাথে ছিঁড়ে পড়েছে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। ভেঙেছে বৈদ্যুতিক খুঁটিও।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বাতাসে বিশালকার তুলা গাছটি উপড়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার এনামুল ভূঁইয়ার নেতৃত্ব প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক শাহাদাত হোসেন জানান, হঠাৎ বাতাসে গাছটি উপড়ে পড়ে বৈদ্যুতিক তারসহ সড়কের উপর পড়ে। এ সময় একটি যাত্রীবাহী টেম্পো ঘটনাস্থল অতিক্রম করে যায়। তবে ভাগ্যক্রমে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে গেছে।