এম এ সালাম, কাতার প্রতিনিধি: ১০ অক্টোরব রাত ৮ ঘটিকায় নুজুম গ্রুপের আয়োজনে রাজধানী দোহার নুজুম অফিসে হালাল ফাইনান্স : প্রয়োজনীয়তা ও প্রয়োগ পদ্ধতি শীর্ষক ইসলামী অর্থনীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইনের সভাপতিত্তে ও হাফেজ মাওলানা তাজউদ্দিন আহমেদের সঞ্চালনায় মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহর কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে কর্মশালা শুরু হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার সহকারি প্রধান মুফতি ও আইএফএ কন্সাল্টেন্সি লিমিটেড এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত জামিয়া রহমানিয়া বেরতলা মাদরাসার মুহাদ্দেস মাওলানা মুহসিনুল হাসান ও কাতার আওকাফের ইমাম হাফেজ মাওলানা ইউসুফ নূর।
কর্মশালা শেষে নুজুম গ্রপের পক্ষ থেকে মেহমানদের হাতে উপহার তুলে দেন গ্রপের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজউদ্দিন আহমেদ, এডমিন ডিরেক্টর মাওলানা হাফিজুর রহমান নাহিদ, মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ ও পারচেজ ডিরেক্টর শাহ মাসুম খাদেম।
মুফতি আব্দুল্লাহ মাসুম সাহেবের নিজের লেখা বই যাকাতের আধুনিক বিধান ও মাওলানা মুহসিনুল হাসান এর সংকলিত আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহ. এর বয়ান সংকলন “খুতুবাতে আনসারী নুজুমের পরিচালকদেরকে হাদিয়া দেন মেহমানদ্বয়।