রিপোর্ট: মোঃ ইউসুফ
রাঙ্গামাটির কাউখালী উপজেলা কলমপতি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গসংগঠনের আয়োজনে
১৬ এপ্রিল রবিবার বিকাল ৩টায় উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি আলমগীর মেম্বারের বাস ভবনে মোঃ নাছির ও ইসমাইল হোসেনের পরিচালনায় অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মহিউদ্দিন, ও বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব এম.এ. মনছুর, জেলা বিএনপি সদস্য আলমগীর মেম্বার সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তাগণ জীবনযাত্রার অব্যাহত ব্যয় বৃদ্ধি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউখালী কলমপতি ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল পালন করা হয়েছে।
এসময় জেলা উপজেলা বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সম্মিলিত ভাবে ইফতারের আয়োজন করা হয়।