কলার ভেলা
শবনম ফেরদৌসী
ছোট্ট বেলায় পুকুর পাড়ে
বসে একা একা,
দেখতাম সব ছোট ছোট
পোনা মাছের খেলা।
কলার ভেলা বানিয়ে মামা
ফেলত জলে জাল
সেই জালেতে উঠে আসতো
রুই, কাতল, বোয়াল।
ঘাটের পাশে বসে বসে
দেখি আমি সব,
পুকুর মাঝে ফেনার উপর
হাটছে সাদা বক।
মাছ রাঙাটি উড়ে উড়ে
জলের মাধ্যে পরে,
ছোট ছোট মাছ গুলিকে
টুপুস টাপুস ধরে।
যে মাছ গুলো উঠতো জালে
পরতো? কারো পাতে?
সে মাছ নিয়ে চলতো মামা
শ্বশুর বাড়ীর পথে।