পটুয়াখালী প্রতিনিধি।
কলাপাড়ায় আলোচিত সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কর্মসূচি পূর্ব ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন না করে ব্যাক্তিগত অনুসারীদের নিয়ে গাড়িবহরের খোলা জিপে দাঁড়িয়ে হাত নেড়ে কলাপাড়া পৌর শহরে শোডাউন করায় স্থানীয় সাধারন মানুষ সহ ক্ষমতাসীন দলের অভ্যন্তরে নানান গুঞ্জন শুরু হয়েছে।
এনিয়ে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বলেন, দলের সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত দলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ না নিয়ে শহরে অনুসারীদের নিয়ে শোডাউন করেছেন।
জানাগেছে, সোমবার (২২’মে-২০২৩ ইং) তারিখ বিকেলে ঢাকা থেকে সড়ক পথে কলাপাড়া আসেন মাহবুবুর রহমান। এসময় তার অনুসারীরা মহাসড়কে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে পৌর শহরে শোডাউন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম রাকিবুল আহসান। বক্তব্যে তারা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা সফল হবে না বলে দাবি করেন। এছাড়া দলের নেতাকর্মীদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করতে নিষেধ করে আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীতে মহানগর বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে ২২” মে সোমবার বিকেলে শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ। দলীয় এ কর্মসূচিতে অংশ না নিয়ে অনুসারীদের নিয়ে শহরে শোডাউন করেন দুদক মামলার আসামি মাহবুবুর রহমান । উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।