অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)
প্রতিনিধিঃ জাতীয় গ্রন্হকেন্দ্রের পরিচালক কবি ও প্রাবন্ধিক মিনার মনসুরের একুশে পদক প্রাপ্তি উপলক্ষে পটিয়া উপজেলার বড়লিয়ায় কবি মিনার মনসুরের নিজ গ্রামে স্বজন ও সুহৃদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার(৭ই মে) রাশেদ মনোয়ার ও মিনার মনসুর পাঠাগার মাঠে অনুষ্টিত সমাবেশ চটগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল এর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানের সংবর্ধিত অতিথি একুশে পদকপ্রাপ্ত কবি মিনার মনসুর মরহুম পিতা-মাতা,
শিক্ষাগুরু,স্হানীয় মুরব্বীদের স্মৃতিচারন করে বক্তব্যকালে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু হত্যাকান্ড সহ মানুষের জন্য সংগ্রাম করতে করতে সকলের দোয়া ও ভালবাসায় এই পর্য্যন্ত এসেছি আমি।আমার জন্মস্হান পটিয়ায় দেশের অনেক গুনী মানুষের জন্মস্হান।তাদের সম্মানে পটিয়ার জন্য সাধ্যমত কিছু করে যেতে চাই,এসব আরো কথা বলেন তিনি।
এ সমাবেশে আরো বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আঃমীলীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার,পৌর মেয়র আইয়ুব বাবুল,বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আলম খোরশেদ,শিল্পী শাহরিয়ার খালেদ,কবি অরুণ শীল,সাংবাদিক আবছার মাহফুজ,প্রীতিলতা ট্রাষ্ট পরিচালনা পরিষদের সভাপতি পংকজ চক্রবর্তী,কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য এ সমাবেশে কবি মিনার মনসুরকে জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়,মধ্য বড়লিয়া সরকারি প্রাথিক বিদ্যালয়,মধ্য বড়লিয়া আলা হযরত পাঠাগার পরিচালনা পরিষদ ও শিক্ষক বৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।এ ছাড়া ওকন্যারা মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা,
মেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়লিয়া ইউনিয়ন যুবলীগ,পটিয়া বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা,বাংলাদেশ বৌদ্ধ কৃতীয়ান পরিষদ,বাংলাদেশ বৌদ্ধ ঐক্য পরিষদ,প্রীতিলতা ট্রাষ্ট এর পক্ষে ফুলেল সংবর্ধনায় বরন করার মাধ্যমে সম্মাননা জানান।
এ সমাবেশে কবির রচিত গ্রন্হ থেকে কবিতা পাট করেন আলোকিতা,নিলান্তি সহ আরো অন্যান্যরা।