1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মতবিনিময় সভায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ পীরে ত্বরিকত হযরত শাহ্সুফি মাওলানা সৈয়্যদ আরাফাতুল হক হাফেজ নগরী মাইজভান্ডারী’র ২তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন “পরিবারের চার ভাই সকলেই হলেন সিআইপি” প্রবাসে সবজি চাষে পটিয়ার  নাজিম উদ্দিনের সফলতা।  -আলমগীর আলম। কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ

কবিরহাটে কলেজ ছাত্রদল সভাপতি ও সম্পাদকের নেই ছাত্রত্ব

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের ছাত্রত্ব নেই এমন অভিযোগ উঠে নব গঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

গত ২৩ শে মার্চ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটি ঘোষণা করা হয় এতে ছাত্রদলের এক অংশ অবৈধ কমিটি ও পকেট কমিটি বলে প্রতিবাদ সমাবেশ করেন। এতে ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করায় উত্তাল হয়ে উঠে কবিরহাট সরকারি কলেজ। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে জুতা মিছিল করেন ছাত্রদলের এক অংশ এবং অবৈধ কমিটিকে বাতিল করার আহ্বান জানান।

এর আগে গত ১০ এপ্রিল নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে অসৎ সহযোগিতার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাইফুল ইসলাম আকাশকে শোকজ করেন কেন্দ্রীয় কমিটি।

জানা যায়, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ ২০২০ সালে এইচএসসি তে অটো পাস করেন। তারপর থেকে তিনি প্রায় অর্ধযুগ স্নাতকে ভর্তি হন নি, সেই পড়াশোনায় অনিয়মিত তার ছাত্রত্ব নেই এমনটা জানা যায়।

অন্যদিকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন ২০১৮-১৯ সেশনে স্নাতকে ভর্তি হয়েছিলেন। তার পর থেকে তিনি পড়াশোনায় অনিয়মিত, নেই ছাত্রত্বও।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল কর্মী ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ছাত্রত্বহীন কবিরহাট সরকারি কলেজ ছাত্রদল কমিটি। এই কমিটিতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে। আমরা আগে এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছি, ভবিষ্যতেও দিয়ে যাব। যাদের সাথে শিক্ষার কোন সম্পর্ক নেই তারা কিভাবে কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হয়। তারা আরো বলেন, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন তাদের কোন ছাত্রত্ব নেই। ছাত্রত্বহীন ছাত্রদলের এই কমিটি বাতিল করার আহবান জানায় তাঁরা।

অভিযোগের বিষয় জানতে চাইলে কবিরহাট কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ কে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছাত্রত্ব আছে তবে সভাপতির ছাত্রত্ব নেই। তবে তার কাছে ছাত্রত্বের কাগজপত্র চাইলে, তিনি পাঠাবেন বলে জানান। কিন্তু, তারপর থেকে নুরুল ইসলাম শাহিন কে একাধিক বার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।

এই বিষয় জানতে চাইলে কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী বলেন, বর্তমানে কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দুই জনের ছাত্রত্ব নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট