বিজয়ের ৫২
মো. হোসাইন জাকের
আজ বিজয়ের বাহান্ন বছর,
উন্নয়নের পথে দেশ, ভাগ্য করেছে ভর,
মিলেমিশে কাজ করি, দেশটাই সবার উপর।
মুক্তিযুদ্ধ -স্বাধীনতা -দেশপ্রেম শব্দগুলো বারবার
হৃদয়ের মাঝে উঁকি মারে, ঘোর অন্ধকার তাড়াবার,
আলো জ্বেলে আলোকিত হোক হৃদয়গুলো সবার।
যে শিশু জন্মেছে, সে জানুক আমরা বীরের জাতি,
ভাষার জন্য জীবন দিয়ে উঁচু করেছি বুকের ছাতি,
কোনো জুলুম- অত্যাচারে মাথা নুয়ায় না, এ জাতি।
বিজয়ের বাহান্ন বছর পরে
হোক প্রতিজ্ঞা, কেউ রবে না অনাহারে,
মৌলিক অধিকার পূরণে ভাবতে হবে নতুন করে।
মুখে নয় শুধু, কাজে দেখাতে হবে প্রমাণ,
এ দেশ যেমন সকলের, অধিকার সবার সমান,
বাহান্ন বছর পরে হলেও কমুক উঁচু-নিচুর ব্যবধান।