1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কধুরখীল বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাঠোন্নয়ন বিষয়ক অভিভাবক মতবিনিময় সভা ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, ‘নারী শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। নারীকে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায়। নারী শিক্ষাই পারে সমাজ থেকে বাল্যবিবাহ, কুসংস্কার ও নির্যাতন দূর করতে।’

প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, ‘নারী শিক্ষা শুধু তাদের আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষিত নারীই পারে একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে।’

সভায় বক্তব্য রাখেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ এবং অভিভাবক খালেদা বেগম, মো. জসীম উদ্দিন, অসীম দাশ, মনছুর আলম, আমেনা বেগমসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তাহজিম রহমান।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পারফরম করেন নাফিজা সুলতানা রাইসা, প্রেমা চৌধুরী, সৃষ্টি চৌধুরী, স্নেহা চৌধুরী, রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, রাত্রী রায়, ইতি দে, হুমায়রা আদিবা ফাইরুজ ও দীঘি চৌধুরী।

শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট