বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক বিশ্ব বরেণ্য বিজ্ঞানী, কধুরখীল গ্রামের কৃতি পুরুষ ড. আশীষ দাশগুপ্ত এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা , কুমুদিনী স্মৃতি বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মিলানায়তনে প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ এর সভাপতিত্বে শিক্ষক শুভাশিস নাথ এর সঞ্চালনায় প্রধান অতিথি অধ্যাপক অলক দাশগুপ্ত বলেন – কোনো কৃতঘ্ন সমাজ কৃতি পুরুষ সৃজন করতে পারে না। সমাজের বৃহত্তর স্বার্থে, প্রতিভার পরিচর্যার লক্ষ্যে, সুন্দর বিকাশকে লালন করার উদ্দেশ্যে ব্যক্তিত্বের মূল্যায়ন আবশ্যক। যার মূল উপাদান আদর্শানুগ চলন, জ্ঞান ও প্রজ্ঞার সম্মিলন। তেমন এক আলোকিত কৃতি পুরুষ ড. আশীষ দাশগুপ্ত। যাঁর জীবন ও কর্ম ছিল দেদীপ্যমান, চির ভাস্বর এবং সমাজের জন্য অনুকরণীয়। কৃতি পুরুষদের স্মরণ মনন জীবনকে করে উন্নত সমৃদ্ধ। তিনি আরো বলেন আমাদের মেয়েরা যতবেশি সুশিক্ষায় শিক্ষিত হবে দেশ ও জাতি ততবেশী উন্নত ও সমৃদ্ধ হবে। তাই সর্বাগ্রে আমাদের প্রয়োজন নারীদের সুশিক্ষায় শিক্ষিত করা।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শুভাশিস দাশগুপ্ত মুনমুন, ফারহানা তাসমিন ওফা, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক এবং ছাত্রীদের পক্ষে রাজশ্রী চৌধুরী, ইসমত জাহান, জান্নাতুল ফেরদৌস, পুনম চক্রবর্তী, অথৈ চৌধুরী, ফাহিমা হুমায়রা, অর্পা দে, সৃষ্টি চৌধুরী, মিথিলা চৌধুরী প্রমুখ। শেষে কৃতি ছাত্রীদের মাঝে কুমুদিনী স্মৃতি বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ এবং ড. আশীষ দাশগুপ্ত স্মৃতি বিজ্ঞানাগার উদ্বোধন করা হয়।