নিজস্ব সংবাদদাতা:
কধুরখীল উচ্চ বিদ্যালয়ের ৮৯ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) ৮৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে নগরীর রেডিসন ব্লু তে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফিরোজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া।
৮৯ ব্যাচের শিক্ষার্থী ইসকান্দর মীর্জা সোহেল ও আফলাতুল হাকিম লাভলুর সঞ্চালনায় স্কুল জীবনের স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিলের সমন্বয়ক ওমর ফারুক, এসএম আবু নাছের, সেলিম উদ্দীন, এস.এম ওয়াজেদ, লিটন চৌধুরী, মো.জাহেদ, মো. ফরিদ, তাসনিম আলম, এম.এ মান্নান ও মো. মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন, মো. শামীম, রাজু দে, মো. দিদার, লাল কমল বিশ্বাস, নারায়ণ শীল, আশুতোষ চৌধুরী,মো.নবী, মো.ইউছুপ, মো.আবুল হাসেম বাঁশি, হাছান মাস্টার, মো.আলমগীর, প্রভাষ চক্রবর্তী, সুকান্ত চৌধুরী, টিটো চৌধুরী,মো.তসলিম,সাগর নাথ, মো.জালাল,মোছাম্মৎ সেলিনা, রমা দেবী, শাহানাজ আকতার,জেসমিন আকতার, মোছাম্মৎ খাদিজা, সকিনা বেগম ও লাকী আকতার।
বক্তারা বলেন দীর্ঘ ৩৪ বছর পর এই আয়োজনে সামিল হয়েছি। যদিও নানা কারণে অনেকে উপস্থিত হতে পারেননি। তারপরও এ আয়োজনের ফলে সেই অতীতের স্কুল জীবনে কিছুটা হলেও ফিরিয়ে যেতে পেরেছি।