1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০০ লিটার চোলাই মদসহ বোয়ালখালীতে দুই তরুণ গ্রেপ্তার পটিয়ায় বিএনপির আধিপত্য ও নেতৃত্ব নিয়ে দু’গ্রুপের সংঘাতের আশঙ্কা পাল্টা-পাল্টিতে উত্তেজনা ঈদগড়ে পুকুর থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার রামুর ঈদগড়ে সৃজন স্কলারশিপ-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন লামায় বিএনপির ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত অধ্যক্ষ হেকিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ (রহঃ)-এর ১২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ার বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন করোনা মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বিএমএসএস’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের পিতার ইন্তেকাল, মহাসচিব সগীর আহমেদের শোক প্রকাশ উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।

কক্সবাজার-১ আসনে হাত ঘড়ির সমর্থনে আওয়ামীলীগের নেতৃবৃন্দ

  • প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ ৭ জানুয়ারি আর মাত্র ১৪ দিন বাকি থাকতে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনের বাংলাদেশ কল্যান পার্টির হাত ঘড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল অব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের বার্ধিত সভায় শনিবার সকালে এমন সিদ্ধান্তের পর বিকালে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতা সহ অন্যান্যরা।

শনিবার বিকেলে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। সভায় তিনি জানান, আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতঘড়ি মার্কাকে বিজয়ী করে সন্ত্রাস ও ডাকাতমুক্ত চকরিয়া পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করেন।

এসময় হাতঘড়ি মার্কার প্রার্থী বাংলাদেশ কল্যান পার্টির সভাপতি জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের ভোট পাবেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক এর সমর্থনে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে জেলা আওয়ামী লীগ এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত কোন প্রার্থী নেই। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে ঋণ খেলাপীর অভিযোগে মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা আওয়ামীলীগের ঘোষণার পর বদলে গেছে কক্সবাজার ১ আসনের ভোটের হিসেব নিকাশ। আওয়ামীলীগ নেতারা দীর্ঘ বছরের দলীয় এমপি জাফর আলমের বিরুদ্ধে নানা নির্যাতন, ভূমিদস্যূতা, সন্ত্রাস, দখলে অভিযোগে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। এর মধ্যে এমপি জাফরের বিরুদ্ধে ভূমিদস্যূতা ও দখলের অভিযোগে সাধারণ মানুষও মানববন্ধন সমাবেশ করেছে। যাতে চরম বেকায়দায় পড়েছেন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এমপি জাফর আলম।

এ আসনটি বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম (ট্রাক) ছাড়াও অপর প্রার্থীরা হলেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ি), জাতীয় পার্টির হোসনে আরা (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী এমপি জাফরের পুত্র তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমান (কলারছড়ি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট