1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবক চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রার্থী হতে চায় এড. নাজিম উদ্দীন চৌধুরী বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ,

ওমানে কৃষি ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন পটিয়ার নাজিম উদ্দিন।

  • প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৭০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের কৃতি সন্তান নাজিম উদ্দিন পটিয়া উপজেলার হাঁইদগাও গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মোঃ দুরুত আলী ।মাতা মোসাম্মৎ মিনহাজ বেগম।চার ভাইয়ের মধ্যে নাজিম উদ্দিন সর্বকনিষ্ঠ।
দেশ বিদেশে বর্তমানে সবজির চাহিদা অনেক গুণ বেশি কাঙ্খিত উৎপাদন না হওয়ায় বেশির ভাগ মানুষ ছড়া দামে সবজি কেনাকাটা করেন । প্রবাসের মাটিতে সবজি চাষ এ যেন এক নতুন চমক।
মাটির উর্বরতা বিভিন্ন সার ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ না থাকায় বিদেশের মাটিতে সবজি চাষ হওয়াটা যেন এক দূরহ বিষয়।
সেই অসম্ভবকে সম্ভব করে তোলার প্রয়াসে সফলতায় ওমানবাসীকে চমকে দিয়েছেন পটিয়ার কৃতি সন্তান মোহাম্মদ নাজিম উদ্দিন ও তার সহোদরগণ। বর্তমান ওমানে বিশাল খালি জায়গায় সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন তাদের কোম্পানি।
প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারী এই সবজি চাষের কাজে নিয়োজিত রয়েছে।
তাদের উৎপাদনকৃত সবজি ওমানের মানুষের খাদ্য চাহিদার একটি বড় অংশ হিসেবে কাজ করছে বর্তমানে।
একটি দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য খাদ্যের ঘাটতি পূরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।ওমানে এই বিশেষ অবদান রাখায় বাংলাদেশ দূতাবাস মাস্কেট কর্তৃক গত ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে) এক অনুষ্ঠানমালায় রাষ্ট্রীয়ভাবে নাজিম উদ্দিনকে সংবর্ধিত করলেন।
এ যেন এক বাংলাদেশের অনন্য অর্জন।
নাজিম উদ্দিন জানান ওমানের শতশত একর জমিতে ফুলকপি, বাঁধাকপি, সিম, বরবটি, ফল আলু পেঁপে সহ নানান সবজি উৎপাদনে আমরা শতভাগ সফলতা অর্জন করেছি ।
আমাদের এই সফলতা আমার গ্রামের আমাদের দেশের সকল কৃষকদের উৎসর্গ করছি এবং আমাকে এই সম্মাননায় ভূষিত করায় বাংলাদেশ রাষ্ট্রদূত মাস্কেট ওমানের সরকারের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
উদ্যোক্তা হিসেবে আমরা আমাদের দেশ বাংলাদেশে ও ওমানে আরও অবদান রাখবো ইনশাল্লাহ।
বাংলাদেশ দূতাবাস মাস্কেট কর্তৃক কৃষিতে অসামান্য অবদান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রাখায় নাজিম উদ্দিনের এই সম্মাননায় চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঁইদগাও ইউনিয়নের মানুষের মুখে-মুখে আলোচিত হয়েছে। উল্লেখ্য তিনি পটিয়া প্রবাসী সমিতি লিঃ এর গর্বিত সদস্য।
পটিয়াবাসির পক্ষ থেকে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মোঃ নাজিম উদ্দিন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট