এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ মে রবিবার বিকালে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর পরিচালনায় ও চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম,ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের মিনিস্টার কাউন্সিল ও ডেপুটি চীফ মিশন একাতেরিনা সেমোনোভা, অধ্যাপক ড.নাঈমা খানম,জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো,এটিএন নিউজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মোশাররফ হোসাইন,
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ,ভাইস চেয়ারম্যান আরফান চৌধুরী আপেল,হিউম্যান রিসোর্স এন্ড চাইল্ড লেবর অব ইন্দোনেশিয়ার কান্ট্রি ডিরেক্টর (বিডি) সাংবাদিক এস এম আকাশ।
ব্যবসায়ী কাজী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এ এইচ এম কামরুজ্জামান,ফাহিম আহমেদ ফাহিম, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী মোঃ রিপন মোল্লা,মোঃ ফরিদ গাজী,লতিফ আহমেদ, লায়ন আবুল বাশার,লায়ন মতিউর রহমান টিপু, এস এম আব্দুর রহিম, নিপা,নুর মোহাম্মদ শাহেদ, কাজী মাসুদ,পারভেজ হোসাইন সহ প্রমূখ।
এই সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী গণমাধ্যমের প্রতি বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে প্রবন্ধ পাঠ করেন।