প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রামের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্নিয়া মাদ্রাসার মাঠে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন, উদ্বোধক ছিলেন চকরিয়া সমিতি চট্টগ্রাম এর সহ-সভাপতি এম জাহাঙ্গীর কবির চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার ও কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ করে,পাশাপাশি অভিভাবকদের মাঝেও বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।