চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার) সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা রহিম উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা এম সোলাইমান কাসেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার কার্য-নির্বাহী পরিষদের সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মুসা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাস্টার জাইনুল মোস্তফা, মাওলানা জিয়া উদ্দিন আরিফ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ ইমরানুল হক সাঈদ, মিসেস আসমাউল হুসনা, মিসেস আমিনা খানম, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি প্রমুখ।
পরিশেষে খেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।