মাওলানা শাহ্ ইয়ার মোঃ সাহেবের বিবি, উত্তর মেখল রহিমপুর চাঁদ গাজীর বাড়ি নিবাসী সূফী ইব্রাহীমের প্রথম মেয়ে হাফেজা ও আলেমা কোরআনের শিক্ষিকা এবং প্রিয় ভাই এম এ রহিম শাহ্ এবং ক্বারী আব্দুর রহমান সাহেবের শ্রদ্ধেয় আম্মাজান আজ রাত বারটার দিকে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আগামীকাল সোমবার যোহর নামাজের পর (২৫ রমজান, ১৭ এপ্রিল) হাটহাজারী উত্তর মেখল চাঁদগাজী বাড়ীর ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ্ পাক রাব্বুল আলামীন যেন মরহুমার যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করেন, মরহুমাকে জান্নাত এর উচ্চ মাকাম দান করেন, আমীন।