প্রেস বিজ্ঞপ্তিঃ
এপেক্স বাংলাদেশের জাতীয় কনভেনশন ২০২৪ এ ২০২৩ বছরের কার্যক্রম মূল্যায়ন পূর্বক আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ’র জেলা ৩ এর এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান কে জাতীয় পর্যায়ে বেস্ট প্রেসিডেন্ট ও পটিয়ে ক্লাব শ্রেষ্ঠ সার্ভিস অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে।
গত ৮ মার্চ ২০২৪ শুক্রবার ঢাকা হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত বাৎসরিক জাতীয় কনভেনশন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ২০২৪ বর্ষের ন্যাশনাল প্রেসিডেন্ট ডঃ এস এম হাসান আলী, অতীত জাতীয় সভাপতি রুহুল মইন চৌধুরী ২০২৪ বর্ষের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম পান্না ,মো নুরুল আমিন চৌধুরী আরমান কামাল পাশা শুপঙ্কর বড়ুয়া এডভোকেট মাসুদুর রহমান ইঞ্জিনিয়ার জেমাম আহমেদ জিয়াউল হক জিয়া তুহিন আহমেদ সহ সিনিয়র এপেক্সিয়ানদের উপস্থিতিতে পুরস্কারগুলো ক্লাব সভাপতি ২০২৪ মোহাম্মদ লিয়াকত আলীর হাতে তুলে দেন অতীত জাতীয় সভাপতি ও জাতীয় কনভেনশন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুহুল মঈন চৌধুরী ।
এপেক্স বাংলাদেশের ১৩৪টি ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান কে বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। অর্জনগুলোর মধ্যে রয়েছে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, জাতীয় পর্যায়ে বেস্ট সার্ভিস ক্লাব ।কোভিড-১৯ প্যান্ডামিকে অনুকরণীয় সেবা, বৃক্ষরোপণ, চট্টগ্রামে ভয়াবহ বন্যায় সেবা কার্যক্রম পরিচালনা, ক্লাব সার্ভিস , ডিস্ট্রিক্ট ৩ এর দূরদর্শী নেতৃত্ব , জাতীয় বোডকে সহযোগিতা, জাতীয় ও আন্তর্জাতিক ফেলোশিপ ও অনন্য সাপোর্ট।