1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ বোয়ালখালীতে রেমিট্যান্স দিবস পালন প্রবাসীদের অবদান অর্থনীতির চালিকাশক্তি বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা বোয়ালখালীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার সোনাইমুড়ীতে জাল স্বাক্ষরে ৪ জন কারাগারে শিশু ধর্ষণের চেষ্টা, বোয়ালখালীতে বৃদ্ধ গ্রেপ্তার

এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর নির্বাচিত হলেন এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

এপেক্স বাংলাদেশের এর ২০২৪-২০২৫ বছরের জন্য জেলা – ৩ এর গভর্নর নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ।

শুক্রবার (২৫ ডিসেম্বর ) চট্টগ্রাম ফয়েস লেক সি – ওয়ার্ল্ডে ৪৪ তম বার্ষিক জেলা কনভেনশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
“স্বাধীন এপেক্স” জেলা ৩ সম্মেলনটি এপেক্সিয়ানদের সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি পিপলস ভিউ-এর প্রকাশক ও সম্পাদক মো. ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ড. এসএম হাসান আলী, অতীত জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহেদী, এনওয়াইসিডি আবু হানিফ তুহিন , এনএডি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া, জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহমেদ মনি, পিডিজি-৩ এপেক্সিয়ান কামাল পাশা, পিডিজি-৩ এপেক্সিয়ান মোসলেম উদ্দিন, পিডিজি-৩ & পিএনএডি এপেক্সিয়ান এসকে দত্ত অনুপ, জেলা কনভেনশন কমিটির সেক্রেটারি এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলীসহ এপেক্স বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দ, জেলা-৩ এবং অন্যান্য জেলার এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন। এপেক্স ক্লাব অব বার আওলিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই কনভেনশনে, প্রাথমিক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বার আওলিয়ার ২০২৪ সালের সভাপতি এবং কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ফরিদ চৌধুরী। ব্যবসায়িক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর, এপেক্সিয়ান জিয়াউল হক জিয়া এতে বিভিন্ন ক্লাবের সভাপতিরা তাদের ক্লাব রিপোর্ট উপস্থাপন করেন এবং ডিস্ট্রিক্ট ৩- এর গভর্নরের রিপোর্ট উপস্থাপন করেন। সম্মেলনে এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এবং চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানকে ২০২৫ সালের জন্য ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর নির্বাচিত করা হয় এবং নির্বাচিত গভর্নর কে এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও ক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জয়লাভের পর নবনির্বাচিত গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান বলেন, উপস্থিত ডেলিগেটদের ভেতর যে বিপুল পরিমাণ ডেলিগেট আমাকে সমর্থন দিয়েছেন, আমি আশা করছি তাদের আস্থার প্রতিদান দিতে পারব।কনভেনশন কমিটির চেয়ারম্যান, এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ফরিদ চৌধুরী ডিস্ট্রিক্ট ৩ কনভেনশনে যোগদান এবং ডিস্ট্রিক্ট ৩-কে গর্বিত করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন পটিয়া ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিয়াকত আলীকে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফল হয়। অনুষ্ঠান শেষে জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট