সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের একটি টিম বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিম (পিপিএম)’র সাথে আজ ১০ সেপ্টেম্বর রবিবার বেলা ১২টায় লালখান বাজারস্থ চাঁনমারী রোড কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি। উল্লেখ্য চট্টগ্রাম বিভাগের যোগদান উপলক্ষে সার্ক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে মোহাম্মদ মুসলিম (পিপিএম) সকলের সহযোগিতা কামনা করেছেন। এসময় নবাগত অতিরিক্ত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে।