কি এক অজানা আতঙ্কে
অস্ফুট বেদনায় আঁতকে উঠি!
শিউরে ওঠে সারাটা শরীর,
বিভৎস উদ্দাম নৃত্যের আস্ফালনে।
আমি তাকাতে পারিনা
চোখবুঁজে থাকি মহা কদর্যতায়!
হিংসার দাবানলে পুড়ছে ভালোবাসা,
দিকবিদিকশুন্য সব কোমল হৃদয়!
তুমি চলে গেলে স্থিতি, অভিমানে;
রেখে গেলে পর্বতসম একরাশ হতাশা!
হৃদয় আকুলি মরে মহা কাতরে
প্রিয়জন হারানোর করুণ ব্যথায়।
তুমি চলে গেলে পথ হাতড়ে বেড়াই
হতাশায়, এক অজানা আগামীর জন্য!
আর কতকাল খুঁজে বেড়াবো তোমায়
সুন্দর শান্তির নিবাসের আশায়!