সহি আকিদা সম্পন্ন সুন্নী মতাদর্শ ভিত্তিক রাসুল
প্রেমের এক উজ্জল নিদর্শন আমাদের ফুলতলী
দরবার শরীফ। এই দরবার শরীফ অন্য সব দরবার
শরীফের মত নয়। এই দরবার শরীফে
কোনো বেদাতি শিরকী কার্যকলাপের স্থান
নেই। এই দরবার মাজার পূজা , গান বাজনা , মহিলাদের অবাধ বিচরণ এই রকম শরীয়ত বিরোধী অপকর্ম হতে মুক্ত।
যারাই এই দরবারের সাথে সম্পর্ক
গড়ে তুলেছে তারাই কামিয়াব হয়েছে।
নিজেদের ঈমান ও আমলের আমূল পরিবর্তন
ঘটেছে। আর যারাই এই দরবারের বিরোধিতা
করেছে তারাই ধংস হয়েছে। এখনো যারা এই
দরবারের বিপক্ষে অবস্থান করছে বা করবে
তাদের ধংস নিশ্চিত সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
আজ আমাদের প্রিয় মুর্শিদ কিবলা ফুলতলী
ছাহেব রাহিমামুল্লাহ আলাইহি উনার অবর্তমানে এই
দরবারের হাল ধরেছেন ছাহেব কিবলার সুযোগ্য উত্তরসুরী মুহতারাম আল্লামা ইমাদ উদ্দিন বড় ছাহেব কিবলা (মা . জি . আ.)।
আমাদের ফুলতলী দরবার শরীফের সমমনা
আরো কিছু দরবার এই বাংলাদেশে আছে। জৌনপুর
,সরসিনা , ফুরফুরা , সোনাকান্দা , আড়াই বাড়ি , ফতেহাবাদ, ফান্দাউক, বিশকুটি, দাউমকি এই সবগুলোই হক্কানী দরবার শরীফ।
আজকাল আমাদের দেশে ভন্ড পীরেরা
যেখানে সেখানে ব্যাঙ্গের ছাতার মত দরবার খুলে
বসেছে। এগুলো কোন তরিকতের দরবার নয়।
এগুলো হলো শয়তানের কারখানা আর অপকর্মের
আস্তানা। এই সকল শয়তানী দরবার হতে যতই দুরে থাকবেন ততোই ঈমানের হেফাজত হবে ইনশাআল্লাহ।
ইয়া আল্লাহ আমাদেরকে সহি আকিদা সম্পন্ন সুন্নী মতাদর্শ ভিত্তিক রাসুল প্রেমের এক উজ্জল নিদর্শন আমাদের ফুলতলী দরবার শরীফে থাকার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
লেখকঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।