বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।
ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে চলছে গণনা।
ভোট চলাকালে এজেন্টদের কেন্দ্র থেকে জোড়পূর্বক বের করে দেওয়ার অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে পুননির্বাচনের দাবি জানান ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দীন মুহাম্মদ আব্দুস সামাদ ও এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা। বৃহস্পতিবার বিকেল ৩টায় বোয়ালখালী একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও কয়েকটি কেন্দ্রে চোখে পড়ার মত উপস্থিতি ছিল।
৫ লাখ ১৭ হাজার ৬১২ জন ভোটারদের জন্য ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের নোমান আল মাহমুদ ও ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দীন মুহাম্মদ আব্দুস সামাদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মোস্তাফা কামাল পাশা এবং স্বতন্ত্রপ্রার্থী মীর মো. রমজান আলী।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যু হয়। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের আয়োজন করে ইসি।