শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
দ্বিতীয়ধাপে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২১ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিঞা,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক ও জাসদের শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন পলাশ। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শাহাবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি আল মামুন ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আলম উজ্জল। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, শিবগঞ্জ পৌর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মুসলেমা খাতুন নীতি। তফসীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে ও ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৭০ জন।