উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরীর সাথে নবনির্বাচিত চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।
তিনি নবগঠিত পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
২০২৩ সালে চন্দনাইশ উপজেলার সর্বমোট১২৬ টি পূজা মন্দিরে অত্যন্ত জাঁকজমক শান্তিপূর্ণভাবে পূজা পালনের জন্য পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পূজা পরিষদের সভাপতি অলক কুমার দে,সহ-সভাপতি দিলীপ কুমার সুশীল,সজল চৌধুরী,সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে, চন্দনাইশ পৌরসভার সভাপতি সুজন সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ,চন্দনাইশ উপজেলা পূজা পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবেল দত্ত, বিকাশ তালুকদার, সাংগঠনিক সম্পাদক টিংকু ধর,সহ সাংগঠনিক সম্পাদক রুপন দেব,টিটু দেব,অর্থ সম্পাদক দিলীপ ধর,সাংস্কৃতিক সম্পাদক শৈবাল দাশ,প্রচার সম্পাদক দোলন কান্তি দে,সহ দপ্তর সম্পাদক রিপন দেব গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুজন দত্ত, পূজা বিষয়ক সম্পাদক পুলক ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুজন দেব,গণসংযোগ সম্পাদক তপন কুমার বিশ্বাস চাবু, কার্যকরী সদস্য জয়দেব গাঙ্গুলি নরেশ,স্বপন চৌধুরী মাস্টার অশোক সুশীল, নিবাস নাথ, আকাশ দাশ প্রমুখ।