প্রেস বিজ্ঞপ্তিঃ
বান্দরবান জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অন্যতম নাইক্ষংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী এম এ কালাম সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। আর শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাফর আলম।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে নাইক্ষংছড়ি শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে অধ্যক্ষ জাফর আলম বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ প্রতিষ্ঠানে কর্মরত আছি।বর্তমানে অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর শিক্ষার গুণগত মানোন্নয়নে আমূল পরিবর্তনের চেষ্টা করছি।এখন শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় এ দায়িত্ব আরো বেড়ে গেল।
এ দিকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী সবাই উচ্ছ্বসিত।