বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীর ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ২০১৯ থেকে এখন পর্যন্ত ১০০ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন হয়েছে। এ ধরনের উন্নয়ন দেখে বোয়ালখালীর অন্যান্য ইউনিয়নও এই ইউনিয়নের সাথে সংযুক্ত হতে চাই বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ড. হাছান মাহমুদ।
শনিবার বিকালে চট্টগ্রাম ৭ আসনের নির্বাচনি এলাকা বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকায় পথসভায় এমন কথা বলেন তিনি।
পথসভায় তার আমলের উন্নয়নের কার্যক্রম তুলে ধরে উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান তিনি।
এসময় জ্যৈষ্ঠপুরা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম সওদাগরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম.ইউনুচ আজম খোকনের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা,নুরুল হুদা,চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, জমির উদ্দীন, সেকান্দর আলম বাবর,মোজাম্মেল হক বকুল,রাশেদুল আলম, আহমদ মনচুর,শাহাদাত হোসেন,কুতুব উদ্দীন, আবু সুফিয়ান, রাজীব বড়ুয়া, রুবেল বড়ুয়া, কাজী রাশেদ, ইব্রাহীম মানিক,শওকত বাবু, মো: মোরশেদ, আজিম উদ্দীন,মো.ফারুক আজম, আমান উল্লাহ আমান, বিক্রম দাশ সহ অনেকে।