বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে ১৫১টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত(২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোপাদিয়া ৬ নম্বর ওয়ার্ডের গাবতল মোড় থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয় বলে জানিয়েছেন উপ-পরিদর্শক নাদিম মাহমুদ।
রিফাত পোপাদিয়া সৈয়দপুর গ্রামের ফটিক চাঁদের বাড়ির এখলাজুর রহমানের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, জব্দকৃত ১৫১ পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ১৫ দশমিক ১ গ্রাম। এ বিষয়ে রিফাতসহ দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিফাতকে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।